অাল্পনা
- রূপক বিধৌত সাধু ১৫-০৫-২০২৪

উৎসর্গঃ শ্রীমতি অমিতা দাশের শ্রীচরণে

ইহা কী জীবন্ত মানবী!
নাকি শিল্পীর আল্পনা
আঁকা মনগড়া রংছবি ।
নাকি উদাস হৃদয়ে কবি
রচিয়াছে কোন জল্পনা
মুখ অবয়বে যেন রবি
হাসিয়া ভাসিয়া রহিয়াছে,
আলোয় ভুবন ভরিয়াছে!
অমৃত সম এর বাণী,
পাখালিতে কতো কানাকানি-
ইহার হাসি দেখিয়া ভবে,
মজিয়াছে ধ্যানে অনুভবে ।
স্বর্গ কোথা, তার কী কাজ!
তার কোন আবেদন আজ
পাইনা তো, নাহি খুঁজি মানে;
স্বর্গ এ নারীর বাঁধনে!

১১ চৈত্র ১৪১৮ বঙ্গাব্দ
ময়মনসিংহ ।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।